সারাদেশব্যাপী গত ২৫-০২-২০২০ খ্রিষ্টাব্দ থেকে ০৭-০৩-২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীন পরিচালিত জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১ এর ১ম জোনাল অপারেশনের জিও কোড হালনাগাদ ও ম্যাপিং-এর কাজ। তার ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলার মোট তিনটি জোনে সম্পন হয় এই প্রথম জোনাল অপারেশন। এতে উপজেলা শুমারি সমন্বয়ক (ইউসিসি) হিসাবে কাজ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা খান মোঃ সাইফুল হক। তিনি বলেন, এ মাসের শেষের দিকে শুরু হতে পারে লিস্টিং-এর কাজ। নির্বাচিত সুভারভাইজার ও গণনাকারীদেরকে এ বিষেয় জানানো হবে এবং তিনি তাদেরকে উপজেলা পরিসংখ্যান অফিসের ওয়েবসাইটে চোখ রাখতে বলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস